ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ভোলা জজকোর্টের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৪ আগস্ট ২০১৫

দেশে প্রথমবারের মত বিচার প্রত্যাশীদের জন্য ভোলার আদালতে বসার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, সাংবাদিক এবং আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।  

জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম বলেন, প্রতি কার্যদিবসে জেলার ৭টি উপজেলা থেকে মামলা নিয়ে শত শত বিচার প্রার্থীদের আদালত পাড়ায় এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের কষ্ট লাঘবের জন্য এমন আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খাঁন, সহকারী জজ ( দৌলতখান) মো. কামাল হোসাইন, সহকারী জজ ( বোরহানউদ্দিন) মো. জাকির হোসাইন, সহকারী জজ ( তজুমদ্দিন) মো. আসিফ এলাহী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( ভোলা সদর) মো. চৌধুরী মাবুবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক, পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভুসহ অনেকে।

পরে জেলা জজশিপ ও আদালতের বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা ও দায়রা জজ। এদিকে আদালত পাড়ায় এমন চেয়ার সেটিং ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানিয়েছেন ভোলার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

অমিতাভ অপু/এসএস/আরআইপি