ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

দু’দিনের রিমান্ডে বিএনপি নেতা মিজান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৭ জুন ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নাশকতার ছক তৈরির অভিযোগে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাতে ধানমন্ডি থানার করা মামলায় মিজানকে এই রিমান্ড দেয়া হলো। বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (এসআই) আরমান আলী।

ঢাকা মহারগর হাকিম মাজহারুল হক মিজানের বিরুদ্ধে দুই দিনের রিমান মঞ্জুর করেন।

এই মামলায় মিজানসহ ৫ জনকে গ্রেফকার করা হয়েছে। বাকিদেরও সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তবে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে।

গ্রেফতার বাকি চারজন হলেন- শফিকুল ইসলাম, মো. জিন্নাত, মো. জুনায়েল হোসেন জয়, মো. আসাদ আলী।

জেএ/জেডএ/জেআইএম

আরও পড়ুন