ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

পাঠাও চালকসহ গ্রেফতার ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৫ জুন ২০১৮

কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার অভিযোগে গ্রেফতার রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও চালক মো. রানা আহম্মেদ ওরফে রাজু (২৫)-সহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাদের মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে তুলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের ১৮নং সড়কের ১১নং বাসায় অভিযান চালিয়ে পাঠাও চালকসহ ওই চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

গ্রেফতার অন্য আসামিরা হলেন- কক্সবাজারের মাদক ব্যবসায়ী মো. ইফতেখারুল ইসলাম (২৫), ওই ভবনের কেয়ারটেকার ও উখিয়ার বাসিন্দা মো. অলি আহম্মেদ (২৪) ও ওষুধ কোম্পানির ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৮টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব বলছে, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও-এর চালকদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক পরিবহনের মতো গুরুতর তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে পাঠাওয়ের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করা হচ্ছে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঢাকার মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান আনতে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে ভীতির মধ্যে রয়েছে। আগের তুলেনায় ইয়াবা পরিবহনে ঢাকার মাদক ব্যবসায়ী ও ক্যারিয়ারদের (বাহক) চলাচল সীমিত হয়েছে। তবে আমাদের কাছে সম্প্রতি তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া থেকে মাদকের একটি বড় চালান ঢাকার উত্তরায় মজুত করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

জেএ/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন