ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জেনেভা ক্যাম্পে গ্রেফতার ৭৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৭ মে ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ৯ মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ মে) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে আটক করা হয়। এরপর তথ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫৩ জনকে গ্রেফতার দেখানো হয়।

তাদের মধ্যে ৭৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। অবশিষ্ট ৭৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানকালে ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

জেএ/এএইচ/পিআর

আরও পড়ুন