ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্যক্তি স্বার্থে রিট : ইউনুছ আলী আকন্দকে ৫ হাজার টাকা জারিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৩ মে ২০১৮

যেকোন বিষয় নিয়ে রিটকারী হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন।

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউনুছ আলী আকন্দ যে রিট করেছেন সেটা জনস্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে। রিটকারী নিজেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য। ভর্তির সময়ে তারাই ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন।’

তিনি আরও বলেন, ‘সরকার ভর্তি বাণিজ্য ও প্রশ্ন ফাঁস বন্ধে এ ভর্তি নীতিমালা প্রণয়ন করেছেন। আদালত শুনানি গ্রহণ করে ওই রিট খারিজ করে দেয়। আদালত বলেছে, ওই রিটের কোনো সারবত্তা নেই।’

এর আগেও আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল হাইকোর্ট। তখনকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্তে দেওয়া আদেশের বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করায় তাকে জরিমানা করা হয়েছিল।

এফএইচ/আরএস/আরআইপি

আরও পড়ুন