ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

খালেদার তিন মামলায় জামিন আবেদনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২০ মে ২০১৮

হাইকোর্টের তিন মামলায় জামিন আবেদনের অনুমতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলা তিনটির মধ্যে দু’টি কুমিল্লার এবং একটি নড়াইলের।

রোববার হাইকোর্টের বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টর এহসানুর রহমান।

জানা গেছে, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছিল। তবে জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হওয়ায় হাইকোর্টে এ আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। তাকে কারাগার থেকে মুক্তি পেতে হলে এসব মামলাতেও জামিন পেতে হবে।

এফএইচ/এমএএস/আরএস/আরআইপি

আরও পড়ুন