অ্যাটর্নির সময় চাওয়া দুরভিসন্ধিমূলক : মওদুদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের রায় ঘোষণার দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেলের সময় চাওয়া দুরভিসন্ধিমূলক বলে মনে করেন দলটি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
খালেদার জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণার দিন পিছিয়ে ধার্য করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মওদুদ আহমদ বলেন, হাইকোর্টে জামিন হওয়ার পর আপিল বিভাগ হস্তক্ষেপ করে না। সেই জামিনের ব্যাপারে গত ৫০ বছরে হস্তক্ষেপ করেছে নজিরবিহীন এটা। আপিল সাপেক্ষে সেই জামিনে হস্তক্ষেপ করে এমন নজির দেখাতে পারেননি তারা। জামিন দেয়ার পর জামিন স্থগিত করা যাবে এ ধরনের কোনো আইন নেই। তারপরও জামিন স্থগিত হলো।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে রায়ের দিন নির্ধারিত ছিল সেটা অ্যাটর্নি জেনারেল জানতেন। আজকে রায় দেয়া হবে মর্মে উল্লেখ ছিল। তিনি বলেছিলেন কালকে আমি কিছু বলবো। যেখানে সময় চাওয়ার পর আদালতও প্রশ্ন তোলে ছিলেন।
মওদুদ আহমদ বলেন, আমি মনে করি, দুরভিসন্ধিমূলকভাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়েছেন। অ্যাটর্নি জেনারেল জানতেন আজকে রায় দিবেন। যেখানে রায় দেয়ার জন্য লেখা ছিল সেখানে তিনি সময় চাইলেন।
তিনি বলেন, ওনি (অ্যাটর্নি জেনারেল) যতগুলো সিদ্ধান্ত দিলেন সবগুলোই আমাদের পক্ষে গেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল তিনি (খালেদা জিয়া) জামিন পাবেন এবং জামিনের পর মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
আদালতের শুনানির বিষয়ে খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, অ্যাটর্নি জেনারেল একদিনের সময় চেয়েছিলেন, আদালত তাকে ১২টা পর্যন্ত সময় দিলেন। আমরা যে বিশ্লেষণগুলো দিয়েছিলাম, তিনিও তাই করছেন, এ ব্যাপারে আদালত তাকে প্রশ্ন করলে তিনি (অ্যাটর্নি জেনারেল) সঠিক কোনো জবাব দিতে পারেন নাই।
আমরা নজির দেখিয়েছি ৯ বছর, ১০ এমনকি ১২, ১৩ বছরের কোনো আসামির জামিন দেয়া হয়েছে। আমরা আব্দুল ওয়াহাবের একটি ফাইল দিয়েছিলাম।
আমরা চ্যালেঞ্জ করেছি, এই ধরনের কোনো মামলায় (দুদক) খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষ কোনো আপিল দায়ের করেন নাই। এই ধরনের কম সাজায় (সর্ট সেন্টেস) আদালত জামিন দিতে পারে। সেই জন্যই বেইল দিয়েছে। আমরা আশা করি আগামীকাল তিনি জামিন পাবেন।
এফএইচ/জেএইচ/এমএস