ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

গাজীপুর সিটি নির্বাচন : আপিলে পক্ষভুক্ত হচ্ছেন বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৭ এএম, ০৭ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

তাকে আপিলে পক্ষভুক্ত করতে আবেদন করেছেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও অ্যাভোকেট অন রেকর্ড মো. তৌফিক হোসেন। আপিলের জন্য তারা চেম্বার আদালতে যাবেন।

অ্যাডভোকেট সানজিদ সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে এ আদেশের পর গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নিবার্চন কমিশন।

এফএইচ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন