ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জাবির ছাত্রীকে যৌন হয়রানি : অভিযুক্ত শাওন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

রাজধানীর শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ফুটপাতের দোকানদার শাওনকে (২৫) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে পানের দোকানি সুমী বেগমকে (৩৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার তাদের দুই জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য শাওনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুমীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অপরদিকে আসামিদের আইনজীবী শাওনের রিমান্ড বাতিল ও সুমীর জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ড বাতিল ও জামিনের আবেদন নামঞ্জুর করে শাওনের একদিন রিমান্ড মঞ্জুর করেন এবং সুমির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীর ২নং সড়কের সামনে ভিসা প্রসেসিংয়ের কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ। আটক শাওন ফুটপাতের দোকানদার ও সুমী বেগম পানের দোকানি বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল গনেশ বিশ্বাস জাগো নিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভিসা প্রসেসিংয়ের কাজ করতে ভাই ও মায়ের সঙ্গে শ্যামলীতে আসেন ওই তরুণী। ফেরার পথে শাওন নামে ওই যুবক শিস দেন, কুদৃষ্টিতে তাকান। প্রতিবাদ করায় বাকবিতণ্ডা হয়। ওই ছাত্রীকে ধাক্কা দিলে শার্টের কলার চেপে ধরেন ভুক্তভোগী ওই ছাত্রী। পরে প্রতিবেশী সুমী বেগম এসে শাওনকে ছাড়িয়ে নিয়ে যান।

বিষয়টি নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন ওই ছাত্রী। মামলা নং ৩০। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে শাওন ও সুমীকে আটক করে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

জেএ/ওআর/পিআর

আরও পড়ুন