ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হলি আর্টিজানে হামলা : সাগর আবারও ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ৩০ মার্চ ২০১৮

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার নব্য জেএমবির শীর্ষ জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগরের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও আট দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২২ মার্চ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২১ মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমান সাগরসহ দু’জনকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। আর্টিজানে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

জেএ/জেএইচ/পিআর

আরও পড়ুন