৬০ সিএইচসিপির চাকরি রাজস্বকরণের নির্দেশ
সিরাজগঞ্জের ৬০ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি কে. এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং মো. আসাদ উদ্দিন। আদেশের বিষয়ে সাংবাদিকদের জানান আসাদ উদ্দিন।
তিনি বলেন, ২০১৭ সালের মে মাসে মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, সিরাজুস সালেকীনসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলার ৬০ সিএইচসিপি রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি করে ২০১৭ সালের ২৯ মে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, আবেদনকারীদের চাকরি কেন রাজস্বকরণ করার আদেশ দেয়া হবে না। সে রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে আদালত আজ এ রায় দেন।
এফএইচ/এএইচ/জেআইএম