ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের দুই পদে প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৩ এএম, ০৭ মার্চ ২০১৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনের জন্য বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি ও সম্পাদক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স কক্ষে বিএনপি সমর্থিত জাতীতাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবীদের এক বৈঠকে এ দুই পদে প্রার্থী চূড়ান্ত করা হয়।

এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সম্পাদক হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নির্বাচন করা হয়। ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত রোববার (৪ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনের জন্য সরকার সমর্থকদের সাদা প্যানেল চূড়ান্ত করে প্রার্থী ঘোষণা করা হয়।

এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি এবং শেখ মোহাম্মদ মোরশেদকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।

এফএইচ/বিএ

আরও পড়ুন