ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নতুন প্রধান বিচারপতির প্রথম দিনের অফিস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

দায়িত্ব নেয়ার একদিন পর আজ (রোববার) প্রথম অফিস করছেন দেশের ২২তম নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রথম কার্যদিবসে তিনি সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে বসেন। এর আগে সুপ্রিম কোর্ট ভবনের মূল ফটকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

রোববার সকাল ৮টার কিছু সময় পর তিনি সুপ্রিম কোর্ট ভবনের মূল ফটকে আসেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে সাড়ে ৮টা থেকে তিনি অফিস শুরু করেন।

উল্লেখ্য, দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে গত শুক্রবার নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর লন্ডন ইউনিভার্সিটিতে দু’টি কোর্স সম্পন্ন করা সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এফএইচ/এআর/আরএস/আইআই

আরও পড়ুন