৩৩১ টেকনিশিয়ানের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের নির্দেশ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ইনফো-সরকার প্রকল্পের আওতায় কর্মরত ৩৩১ উপজেলা টেকনিশিয়ানদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইনফো-সরকার প্রকল্পের অধীন কর্মরত উপজেলা টেকনিশিয়ানদের রাজস্বখাতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে দায়ের করা পৃথক দুটি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে. এম. কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধীন ‘ন্যাশনাল আইসিটি ইনফো-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)’ প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়ন ও তদারকির জন্য দেশের প্রতিটি উপজেলায় আউটসোর্সিং ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন টেকনিশিয়ান নিয়োগ করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় টেকনিশিয়ানদের চাকরি রাজস্বখাতে স্থান্তারের জন্য চিঠি দেয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও তাদেরকে রাজস্বখাতে স্থানান্তর করা হয়নি। ফলে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। ৩৩১ উপজেলা টেকনিশিয়ানের রিটের প্রেক্ষিতে রুল জারি করেন আদালত। ওই রিটের চূড়ান্ত শুনানিতে আদালত এ রায় দেন।
রিটটকারীরা হলেন- মাগুরার মো. আশরাফুল আলম, ঝিনাইদহ হরিনাকুণ্ডুর জাহাঙ্গীর আলম, বগুড়ার শরীফুল, কুষ্টিয়ার মাসুদ, পাবনার শামীম, বরিশালের হাসিব রনি, বরগুনার জসিম, ময়মনসিংহের নজরুল ইসলাম , কিশোরগঞ্জের কবির ও নওগাঁর তানজিলা প্রমুখ।
এফএইচ/এএইচ/জেআইএম