ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

প্রধান বিচারপতি নিয়োগ শিগগিরই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

কবে নাগাদ প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যতটুকু বুঝি শিগগিরই হবে।’

এ সপ্তাহের মধ্যে হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা রাষ্ট্রপতি জানেন।

বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি তার (এসকে সিনহা) পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।

আরএমএম/এএইচ/পিআর

আরও পড়ুন