বয়স্ক হাজতিদের তথ্য চায় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড
দণ্ডপ্রাপ্ত বা মামলা বিচারাধীন এমন ৭৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তথ্য এবং তালিকা চেয়ে দেশের কেন্দ্রীয় কারাগারসহ পাঁচটি কারাগারে কারা মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।
কমিটির সদস্য-সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার স্বাক্ষরে ০৯ জানুয়ারি এ চিঠি পাঠানো হয়। বলা হয়েছে, বিচারে দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন আটক বন্দিদের তালিকা পাওয়া গেলে তাদের আইনি সেবা দেয়া সম্ভব হবে।
দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ করা হয়। এই আইনের অধীনেই প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এই সংস্থার অধীনে সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলায় লিগ্যাল এইড কমিটি বিনামূল্যে আইনি সেবা নিয়ে কাজ করছে।
এর আগে গত বছর ১৫ নভেম্বর কারা কর্তৃপক্ষকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। চিঠিতে ১০ বছরও পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা বন্দিদের আলাদা তালিকা দিতে বলা হয়। এ তালিকা পাওয়ার পর হাইকোর্ট বিভিন্ন সময়ে আদেশ দেন।
এফএইচ/এমআরএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো
- ২ সকালে হাসান আরিফের দ্বিতীয় জানাজা, মেয়ে দেশে ফিরলে দাফন
- ৩ ব্যাংক ডাকাতির চেষ্টা: দুই কিশোরের স্বীকারোক্তি, একজন রিমান্ডে
- ৪ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ৫ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের