ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নারাজি দিবেন ফরহাদ মজহারের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে যে মামলা হয়েছিল সেটিতে অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিবেন মামলার বাদী ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার।

বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।এদিন চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার স্ত্রী নারাজি দিবেন।

বুধবার ফরহাদ মজহারের স্ত্রীর ফরিদা আক্তারের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তারা বলেন, পুলিশ যে প্রতিবেদন দিয়েছে তার সঠিক তদন্ত হয়নি। এ প্রতিবেদনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে নারাজি দিবো। মামলাটি সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম আদালতে ফরহাদ মজহার অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

অপরদিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগ দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে শ্যামলীর রিং রোডের ১নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত হয় এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের বাস থেকে তাকে উদ্ধার করে।

ফরহাদ মজহারের নিখোঁজের ঘটনায় ওই দিন রাতেই স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা নং- ০৪। এর আগে তিনি জিডি করেছিলেন। জিডি নং- ১০১।

জেএ/এএইচ/জেআইএম

আরও পড়ুন