ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রাজধানীর ৫০ খাল দখলকারীর তালিকা চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

কল্যাণপুর, কাটাসুর, ইব্রাহিমপুর, বাড্ডার শাহজাহাদপুরসহ রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের ৫০টি খাল দখলমুক্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব খাল দখলমুক্ত এবং পুনরুদ্ধার করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব খাল দখল ও দূষণকারীদের তালিকা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।

দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে মানবাধিকার সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলার) পক্ষে রিটটি করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এফএইচ/এমএমজেড/আইআই

আরও পড়ুন