কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের কারাগারে
অর্থ আত্মসাতের তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও রমনা করপোরেট শাখার ম্যানেজার জুবায়ের মনজুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রাজধানীর তেজগাঁও থানার চার মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। অপরদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এক মামলায় জামিন মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় এসব মামলা দায়ের করে দুদক।
জেএ/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন শিবিরের ৭ নেতাকর্মী
- ২ হাসিনার ২ উপদেষ্টা ও ১০ সাবেক মন্ত্রীর ট্রাইব্যুনালে হাজিরা কাল
- ৩ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালালো আসামি, পুলিশের ২ সদস্য বরখাস্ত
- ৪ খালেদা জিয়াসহ আটজনের মামলায় আরও সাতজনের সাক্ষ্য
- ৫ হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে