পরকীয়ার জেরে হত্যা : দেবর-ভাবীর যাবজ্জীবন
দেবর-ভাবীর অনৈতিক সম্পর্কের কারণে বাগেরহাটের ইস্কান্দার শেখ নামের এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় করা মামলায় তার স্ত্রী ও ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। তিনজন হলেন- নিহতের স্ত্রী পারভীন খাতুন, ভাই মাহমুদ শেখ ও সহযোগী আসাদ তালুকদার। বিচারিক (নিম্ন) আদালতের রায়ে মাহমুদ শেখের মৃত্যুদণ্ড, পারভীন খাতুন ও আসাদ তালুকদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
সোমবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমারদাস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক ভূঁইয়া ও তাইজুল ইসলাম।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, দেবর-ভাবীর অনৈতিক প্রণয়ের জেরে ইস্কান্দার শেখের খুনের ঘটনায় হাইকোর্ট তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের মধ্যে মাহমুদ শেখ ওপারভীন খাতুন কারাগারে রয়েছেন। অপর আসামি আসাদ তালুকদার এখনো পলাতক।
জানা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার হাজারী ২০০৮ সালের ২৩ আক্টোবর রাতে ঘরের সিঁদ কেটে মোয়াজ্জাম শেখের ছেলে এসকেন্দারকে জবাই করে হত্যা করা হয়। এসকেন্দার শেখের ভাই মাহমুদ শেখ ও তার স্ত্রী পারভীন খাতুনের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনার পরদিন ২৪ আক্টোবর নিহতের বাবা মোয়াজ্জাম শেখ বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামরা দায়ের করেন। এ মামলায় ২০১১ সালের ২৮ জুলাই বাগেরহাটের অতিরিক্তি জেলা দায়রা জজ মো. রেজাউল করিম মাহমুদ শেখকে মৃত্যুদণ্ড এবং এসকেন্দারের স্ত্রী পারভীন খাতুন (২৯) ও অপর আসামি আসাদ দালুকদার (৩৫) যাবজ্জীবন দণ্ড দেন।
পরে ডেথ রেফারেন্স আসামিদের জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট সোমবার উপরোক্ত রায় ঘোষণা করেন।
এফএইচ/এসএইচএস/আরআইপি/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো
- ২ সকালে হাসান আরিফের দ্বিতীয় জানাজা, মেয়ে দেশে ফিরলে দাফন
- ৩ ব্যাংক ডাকাতির চেষ্টা: দুই কিশোরের স্বীকারোক্তি, একজন রিমান্ডে
- ৪ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ৫ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের