ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বাড্ডার নাসিম হত্যাকাণ্ড : আসিফ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ এএম, ১৫ নভেম্বর ২০১৭

রাজধানীর বাড্ডায় বিপিএল খেলা ঘিরে চলা জুয়ার আসরে বাধাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ এমাজউদ্দিনকে (২৪) হত্যার ঘটনায় গ্রেফতার মামলার প্রধান আসামি আসিফ শিকদারের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মককর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ৬ নভেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির ৩৭৫ নং দাগের ৪ নং নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমড়ে ৩টি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাবিল আহমেদ জানান, বিপিএল খেলা নিয়ে বোর্ড (ক্যারাম বোর্ড) ঘরে রমরমা জুয়ার আসর চলছিল। সেখানে সন্ধ্যার পর ক্যারাম খেলতেন ভাই নাসিম। গত রাতে নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএলের ম্যাচ নিয়ে মোটা অঙ্কের জুয়া চলছিল। এতে বাধা দেন তিনি। বাধার মুখে রমজান আলী, আসিফ, রশিদ, শহীদুল ও রফিক নামে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় নাসিমের। ঘটনা হাতাহাতি পর্যন্তও গড়ায়।

ওই ঘটনায় রাতেই রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলা নং ৭। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

জেএ/এসএইচএস/এমএস

আরও পড়ুন