‘যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য’
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেছেন, ‘যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের ওপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত রয়েছে।’
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোর্ট থেকে মামলা পরিচালনা শেষ করে রাস্তায় বের হওয়ার পর সুন্দর আচরণ এবং ক্লায়েন্টদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। কারণ আইনজীবীদের আচরণের মাধ্যমেই আদালতের প্রতি শ্রদ্ধা জানাবে জনগণ।’
তিনি নবীন আইনজীবীদের স্মরণ করিয়ে একটি প্রচলিত প্রবাদ বলেন, ‘যেখানে আইনের শাসনের পতন হয়, সেখানেই স্বৈরাচারের উত্থান হয়।’ এ সময় তিনি বিশ্বব্যাংক তথা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির রোল মডেল বলেও মন্তব্য করেন।
দেশের বিভিন্ন আদালতে ৩০ লক্ষাধিক মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞের তুলনায় বিচার বিভাগে কর্মশক্তি খুবই অপ্রতুল। এটা সুষ্পষ্ট যে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার অনুপাতে বিচারকদের সংখ্যা অনেক কম। তা সত্ত্বেও ঝুলে থাকা মামলাগুলো অগ্রাধিকার পাওয়া উচিত। কারণ, বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন।’
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মুজমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবকে আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও বাংলদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকে শ ম রজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
এফএইচ/বিএ/আরআইপি