ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

টাঙ্গাইলের মাহবুবুরের বিরুদ্ধে ৩ অভিযোগ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ এএম, ০২ নভেম্বর ২০১৭

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রস্তত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে রয়েছে- রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা হত্যাসহ গণহত্যার অভিযোগ।

বৃহস্পতিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আজই প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। ২০১৬ সালের ১৮ এপ্রিল মাহবুবুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্ত শেষের কথা আজই জানা গেছে। এটি হলো সংস্থার ৫৪তম প্রতিবেদন।

প্রতিবেদনে মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৯৭১ সালে টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহাসহ (আর পি সাহা) ৬৪ জনকে হত্যা,গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধকালে এসব মানবতাবিরোধী অপরাধ করেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।

সানাউল হক বলেন, ৪ ভলিয়মে ৩৮০ পাতার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হস্তান্তর করা হবে। সে আলোকে বিধান অনুযায়ী, প্রসিকিউশনে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এটি তদন্ত সংস্থার ৫৪তম তদন্ত প্রতিবেদন।

তদন্ত সংস্থার কর্মকর্তা (এএসপি) মো. আতাউর রহমান ১ বছর ৬ মাস ১৫ দিনব্যাপী এ আসামির বিরুদ্ধে তদন্ত কাজ পরিচালনা করেন। তদন্তকালে ৬০ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়। তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের আদেশে গত বছর ৭ নভেম্বর এ আসামিকে গ্রেফতার করা হয়।

এফএইচ/এনএফ/এমআরএম/পিআর/জেআইএম

আরও পড়ুন