ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘সমিতি রাজনীতিকরণ করলে উপযুক্ত জবাব’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে বুধবারও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

এ সময় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে রাজনীতিকরণ করা হচ্ছে। কোনো অবস্থাতেই রাজনীতিকরণ করতে দেয়া হবে না। যদি কেউ চেষ্টাও করে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মানববন্ধন থেকে আগামীকাল (বৃহস্পতিবার) আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন তিনি।

অপরদিকে একই সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের দফতরের সামনে অবস্থান কর্মসূচী পালন করে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অন্তরীণ করে রাখা হয়েছে। তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে এবং এখন বিদেশে পাঠানো হচ্ছে।

তিনিও বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। বলেন, কাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এফএইচ/জেডএ/বিএ

আরও পড়ুন