ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইসিটির নতুন চেয়ারম্যান শাহিনুর ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৭ এএম, ১১ অক্টোবর ২০১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি মো. শাহিনুর ইসলামকে ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

একই সঙ্গে বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত জেলা জজ মো. আবু আহমেদ জমাদারকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মৃত্যুবরণ করেন। অপরদিকে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. সোহরাওয়ার্দী হাইকোর্ট বিভাগে ফিরে আসেন। ফলে ট্যাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হয়ে পড়ে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ট্রাইব্যুনালের সদস্য মো. সোহরাওয়ার্দী ট্রাইব্যুনাল থেকে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করায় তিনি হাইকোর্ট বিভাগে ফিরে যাবেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যরা হাইকোর্টে কর্মরত বিচারপতিদের সমান বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করা হয়।

এফএইচ/আরএমএম/এনএফ/এমএআর/আরআইপি

আরও পড়ুন