ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্যাংক অ্যাকাউন্টের ফাইল নিয়ে প্রধান বিচারপতির বাসায় বেঞ্চ রিডার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ অক্টোবর ২০১৭

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দু’টি ফাইল নিয়ে তার বাসায় গেছেন সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ৭টার পর বেরিয়ে আসেন।

প্রধান বিচারপতির বাসভবন থেকে বেরিয়ে মাহবুব হাসান নিজেই এ তথ্য জানিয়ে বলেন, প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুটি ফাইল নিয়ে এসেছিলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার শারীরিক অবস্থা দেখে মনে হলো তিনি স্বাভাবিক আছেন।

এদিকে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজা করেছেন অসুস্থ প্রধান বিচারপতি। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হেয়ার রোডের বাসা থেকে বের হয়ে সেখানে যান। প্রায় আধা ঘণ্টা মন্দিরে অবস্থান করার পর ৫টা ৫৫ মিনিটের দিকে মন্দির থেকে বের হয়ে আসেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হেয়ার রোডের বাসভবনে ফিরে আসেন প্রধান বিচারপতি। এ সময় তার স্ত্রী সুষমা সিনহাও সঙ্গে ছিলেন।

এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বাসায় যান। এর পরই লক্ষ্মী পূজার উদ্দেশে বাসা থেকে বের হন প্রধান বিচারপতি। প্রায় চারদিন পর বাসভবন থেকে বের হলেন তিনি।

সূত্রে জানা গেছে, এর আগে ভিসা সংক্রান্ত কাজ করার জন্য আজ দুপুরে তিনি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিলেন। এরপর বিকেলে পূজা দিতে মন্দিরে যান।

মন্দিরে প্রধান বিচারপতির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সাক্ষাৎ হয়। প্রধান বিচারপতি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন রানা দাশগুপ্ত।

এফএইচ/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন