অ্যাটর্নি জেনারেল অফিস দলীয় কার্যালয় : জয়নুল আবেদীন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল তার অফিসটাকে একটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেন। তিনি অফিসে সবসময় দলীয় লোকজন নিয়ে বেষ্টিত থাকেন। কার্যালয়ে তিনি একটি দলীয় পারপাস সার্ভ করছেন।’
‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দলের কব্জা হয়ে গেছে’ বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এই মন্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার জয়নুল আবেদীন এ কথা বললেন।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে দেখা করার পর সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
পরে এর জবাবে আজও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল বার অ্যাসোসিয়েশন দখল করে নিয়েছে। তারা রাজনৈতকভাবে এই বারকে চালাবার চেষ্টা করছে।’
বুধবার অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) একটি রাজনৈতিক দলের কবজা হয়ে গেছে। তারা সেই দলের নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাদের মোল্লার স্ত্রী-স্বজনদের নিয়ে বারের অডিটরিয়াম ব্যবহার করা এবং যুদ্ধাপরাধের মামলার বিপক্ষে অবস্থান নেয়া এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ। এটাতো তারা করেছেন।’
এর জবাবে আজ জয়নুল আবেদীন বলেন, ‘আমি অতীতে বারবার বলেছি বার সমিতিকে আমরা কখনও রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করব না, করি নাই, ভবিষ্যতেও করব না।’
তিনি বলেন, ‘এই বার অ্যাসোসিয়েশন সকল আইনজীবীর। আমরা ইতোমধ্যে সব দলের, সিনিয়র আইনজীবীদের এবং বারের সাবেক সম্পাদক-সভাপতিদের নিয়ে দুই দফা সভা করেছি। তাই অ্যাটর্নি জেনারেল যে কথা বলেছেন তা মোটেও সত্য না।’
এফএইচ/জেডএ/জেআইএম