বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান
বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় তিনি এ আহ্বান জানান। সভায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা।
বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় মতো এজলাসে বসবেন। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করবেন না। এ সময় দ্রুত রায় লেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র বৈঠকে আলোচনার বিষয়গুলো নিশ্চিত করেছে।
মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে শুরু হয়ে পৌনে ৩টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সাধারণত আদালত ও বিচার বিভাগীয় প্রশাসন কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
এফএইচ/এএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ চাঁদাবাজির সত্যতা মেলেনি: তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
- ২ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৪ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৫ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল