ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রোহিঙ্গাদের আশ্রয় দিতে আইনজীবী সমিতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলা এবং নারী-শিশুসহ অসংখ্য মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান সমিতির নেতারা। একই সঙ্গে অং সান সু চিকে দেয়া নোবেল ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় রোহিঙ্গাদের অমানবিক অবস্থা সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক ব্যারিস্টার শফিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট তাহসীন আলী এ সময় উপস্থিত ছিলেন।

তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও অত্যাচারে দেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। আজ মিয়ানমারের নিরস্ত্র মানুষেরা অত্যাচারের শিকার। অতীতের কথা মনে করে বাংলাদেশের উচিত তাদের আশ্রয় দেয়া।

নেতৃবন্দৃ বলেন, অতীতের মতো যেখানেই মানবতা ভুলণ্ঠিত হবে সেখানেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মানবতা রক্ষায় ভূমিকা রাখবে। এ কারণে প্রয়োজন হলে মিয়ানমার যাওয়াসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়া হবে।

এফএইচ/এএইচ/জেআইএম

আরও পড়ুন