ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৫ পিএম, ৩১ আগস্ট ২০১৭

আইনজীবী তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের সচিব (ভারপ্রাপ্ত) মা. আফজাল-উর-রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

এবার প্রিলিমিনারি পরীক্ষার অংশ নেওয়া প্রায় ৩৪ হাজার ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৮৪৬ জন।

লিখিত পরীক্ষার্থী সংক্রান্ত এ বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, খাতা, নোটবুক ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারেন।

এফএইচ/এসআর/জেআইএম

আরও পড়ুন