ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টে অবকাশ শুরু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২৭ আগস্ট ২০১৭

আজ রোববার থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তির জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ।

আগামী ৩ অক্টোবর যথারীতি খুলবে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দীর্ঘ অবকাশে আপিল বিভাগের অফিসের সময়সূচি সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

অবকাশকালীন জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এনএফ/এমএস