ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মেয়র সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৩ আগস্ট ২০১৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার আসামি সাক্কু আদালতে হাজির না হওয়ায় সময় আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। ঢাকার ৮নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মেদ আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ। সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

জেএ/এএইচ/জেআই্এম

আরও পড়ুন