ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৩ আগস্ট ২০১৭

নতুন করে গঠন করা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দু’টি ধারা ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি, ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা উল্লেখ করে নাজমুল হুদা বলেন, একবারের সংসদ সদস্য থাকতে হবে, শতকরা ৫ ভোট পেয়েছেন এমন তথ্য, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দফতর, এক থানায় দুইশ’ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে। এসব শর্ত সংবিধান পরিপন্থী। আগে দরকার নিবন্ধন পরে, এ শর্তগুলো পূরণ করা হবে।

নাজমুল হুদা বলেন, কিন্তু অনেক দল এসব শর্ত পূরণে প্রতরণার আশ্রয় নেবে। এ জন্য শর্ত তুলে দেওয়ার দরকার।

এফএইচ/এসআর/জেআইএম

আরও পড়ুন