উচ্চ আদালতে যাবেন তারেক সাঈদ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মুহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
এছাড়া ১১ জনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক সাঈদের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক খান ফরিদ বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট না। দুটি পর্যায়ে সাত খুনের ঘটনাটি ঘটানো হয়। ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড। এই দুইয়ের কোনো পর্যায়েই তারেক সাঈদ জড়িত ছিলেন না। কিন্তু অন্য লিংকে জড়িয়ে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে লিগ্যাল প্রসেসে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে ভালো ফল পাব।
এআর/জেডএ/আরআইপি