ব্যবসায়ী নুরুল হত্যা : কবি শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে অভিযোপত্র
রাজধানীতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরী ও নিহতের স্ত্রী সুমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ।
রোববার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে এ অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রবিউল ইসলাম।
মামলার অপর আসামি গাড়িচালক সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এ মামলায় কবি শাহাবুদ্দীন নাগরী বর্তমানে জামিনে রয়েছেন। নিহতের স্ত্রী সুমি কারাগারে আটক রয়েছেন।
গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম।
এ ঘটনায় গত ১৪ এপ্রিল নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। মামলায় নিহতের স্ত্রী সুমি, স্ত্রীর বন্ধু শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
জেএ/এনএফ/এমএস