ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বার কাউন্সিলে এবার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৯ জুলাই ২০১৭

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় এবার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন। আগামী ২১ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিল সূত্র জানা গেছে, ফরম পূরণের তথ্য অনুযায়ী এ বছর মোট ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী ২১ জুলাই সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হয়েছে। 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে উত্তীর্ণদের পরে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে  আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। 

এফএইচ/এমএমজেড/এসআর/এমএস

আরও পড়ুন