ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হলি আর্টিজান মামলার আসামি রাজীব গান্ধী রিমান্ডে

প্রকাশিত: ০৮:১১ এএম, ১০ জুলাই ২০১৭

রাজধানীর ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গুলশানের হলি আর্টিজান মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে ধানমন্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডির থানাধীন রাইফেল স্কায়ের সামনে ১০/১২ জন আসামি নাশকতার পরিকল্পনা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে দুই আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং অপর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ পরিদর্শক মোদ্দাসের কায়সার বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

জেএ/এআরএস/জেআইএম

আরও পড়ুন