নিজাম হাজারীর এমপি পদে থাকার প্রশ্নে তৃতীয় বেঞ্চ গঠন
ফেনী-২ আসনের সরকার দলীয় এমপি নিজাম হাজারীর এমপি পদ চ্যালেঞ্জ করে করা মামলা শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
রিটকারীর পক্ষের আইনজীবী সত্যরঞ্জন মণ্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিজাম হাজারীর মামলা শুনানি করার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তৃতীয় এ বেঞ্চ গঠন করে দিয়েছেন।
এর আগে নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গত বছর ৬ ডিসেম্বর বিভক্ত রায় দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. এমদাদুল হক নিজাম হাজারীর সংসদ সদস্যপদকে অবৈধ ঘোষণা করে রায় দিলেও এ রায়ে ভিন্ন মত পোষণ করেছে অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান।
রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান রিট আবেদনটি খারিজ করে দেন।
নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। পরে তিনি তৃতীয় এ বেঞ্চ নির্ধারণ করে দেন। এখন উক্ত বেঞ্চেই বিষয়টি নিষ্পত্তি হবে।
নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া। এ রিট আবেদনে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। বিষয়টি নিয়ে রুলের শুনানিকালে নিজাম হাজারীর সাজা খাটার বিষয়ে বিাভন্ন তথ্য ও নথিপত্র তলব করা হয়।
এফএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় কারাগারে সাংবাদিক মোল্লা জালাল
- ২ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল
- ৩ খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
- ৪ জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার
- ৫ সাংবিধানিক অধিকার রক্ষার কাজ এখনও শেষ হয়নি: ড. কামাল হোসেন