১২৪ কেজি সোনা উদ্ধার : হাইকোর্টে এক আসামির জামিন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মিলন সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন সংক্রান্ত আবেদন শুনানি করে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধারের দেড় বছর পর মামলা দায়ের করা হয়েছিল।এছাড়া এই মামলায় অপর ৬ আসামি জামিনে রয়েছেন।এই গ্রাউন্ডে আদালত মিলন সরকারকে জামিন দিয়েছেন এবং পাশাপাশি রুল জারি করেছেন।
এফএইচ/ওআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ব্যাংক ডাকাতির চেষ্টা: দুই কিশোরের স্বীকারোক্তি, একজন রিমান্ডে
- ২ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে
- ৩ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের
- ৪ ২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ৫ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে’