ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিটিভির মহাপরিচালকসহ ৩ জনের মামলা খারিজ

প্রকাশিত: ১১:২১ এএম, ০৪ জুন ২০১৭

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।

আদালতে মামলার আবেদন করেন আইনজীবী ড. এনামুল হক খান শিশির।

মামলায় আসামি করা হয়- বিটিভির মহাপরিচালক, চেয়ারম্যান ও উপস্থাপিকাকে।

অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার ইফতারের আগে পরিবারসহ তিনি বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে ইফতার শুরু করেন এবং পরবর্তীতে ঘড়ি দেখে তিনি বিহ্বল হয়ে পড়েন। মুসলিম প্রধান বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে ভুল সময়ে আজান প্রচার করে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে।

জেএ/এমএমএ/এমএস

আরও পড়ুন