ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হোটেল জাকারিয়ায় ধর্ষণ : শাহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৮ মে ২০১৭

 

রাজধানীর বনানীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মাহমুদুল হাসান শাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন।

একদিনের রিমান্ড শেষে শাহিনকে রোববার আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি রেকর্ড শেষ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই হোটেলে ধর্ষণের ঘটনায় ২২ মে বনানী থানায় মামলা দায়ের করেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসান শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে গত বছরের ১৭ নভেম্বর ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

জেএ/এমএআর/পিআর

আরও পড়ুন