ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

একাদশে নিজস্ব পদ্ধতিতে ভিকারুননিসার ভর্তি নিয়ে আপিল

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৮ মে ২০১৭

উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব নিয়মে ভর্তি করা যাবে সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হরিদাস পাল এই আবেদন করেন। পরে আপিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

এর আগে গত ১৬ মে উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) শিক্ষার্থী ভর্তিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্টে। যার ফলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি না করে নিজস্ব নীতিমালায় পরীক্ষার মাধ্যমে একাদশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলা হয়।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৬ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ২০১৭ সালের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছিলেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগে গত ১০ মে এ সংক্রান্ত একটি রিট দায়ের করেন ওই আইনজীবী। সেই আবেদনের শুনানি শেষে আদালত রুল দেন। যদিও জারিকৃত নীতিমালা অনুযায়ী গত ৯ মে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এফএইচ/ওআর/পিআর