ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০২ মে ২০১৭

বিচার বিভাগ নিয়ে সরকারের বিভিন্ন মহলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপি-সমর্থিত আইনজীবীদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।

cort

এর প্রতিবাদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা পাল্টা সংবাদ সম্মেলন করেন।

বিএনপি-সমর্থিত আইনজীবীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এ সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সম্প্রতি বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যই এর প্রমাণ।

cort

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এমনকি আদালতেও বারবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করছে। বিচার বিভাগ স্বাধীন নয়, দেশে আইনের শাসন নেই।

অন্যদিকে, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা দাবি করেন, সরকার কখনই বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি। তারা স্বাধীনভাবে কাজ করছে।

তারা আরও জানান, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী সমন্বয়ভাবে আইন, বিচার ও নির্বাহী বিভাগকে কাজ করতে বলেছেন। এখানে কেউ কারও কাজে হস্তক্ষেপ করছে না।

এফএইচ/এমএআর/পিআর

আরও পড়ুন