ব্যবসায়ী হত্যায় কবি শাহাবুদ্দীন আবারও রিমান্ডে
ব্যবসায়ী হত্যার অভিযোগের মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীসহ দুইজনকে আবারও রিমান্ড দিয়েছেন আদালত। রোববার নাগরী ও নিহতের স্ত্রী সুমিকে আদালতে হাজির করে ঘটনার মুল রহস্য উদঘাটনের জন্য আরও দশদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে মামলার আসামি গাড়িচালক সেলিমকে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকারী অফিসার। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
১৭ এপ্রিল তিন আসামিকে ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী প্রত্যেকের বিরুদ্ধে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া অপর দুই আসামি হলেন নিহত ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার সুমি এবং তার গাড়িচালক সেলিম।
এর আগে গত সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুম থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।
জেএ/আরএস/আরআইপি