ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্যবসায়ী হত্যায় কবি শাহাবুদ্দীন রিমান্ডে

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

ব্যবসায়ী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীসহ তিনজনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তাদের ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী প্রত্যেকের বিরুদ্ধে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া অপর দুই আসামি হলেন নিহত ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার সুমি এবং তার গাড়িচালক সেলিম।

সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুম থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।

জেএ/এমএআর/আরআইপি

আরও পড়ুন