ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ওরিয়েন্টাল ব্যাংকের তিন কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১২:২০ পিএম, ৩০ মার্চ ২০১৭

ঋণ জালিয়াতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। এ অর্থদণ্ডের টাকা তিনজনকে সমানভাবে দিতে হবে। কারাদণ্ডপ্রাপ্ত তিন কর্মকর্তা বলেন, ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক এভিপি মহিউদ্দিন আহম্মেদ, এভিপি সৈয়দ মাহবুব হাসান ও সিনিয়র অফিসার শহীদ উদ্দিন খন্দকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের জানুয়ারি মাসে আসামিরা ভুয়া ঋণ পত্রের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংক বংশাল শাখা থেকে ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক সামছুল আলম তিন কর্মকর্তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

জেএ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন