আরিফার সাবেক স্বামী রবিন ৩ দিনের রিমান্ডে
বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলায় একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আনোয়ার। শুনানি শেষে হাকিম দেলোয়ার হোসেন তিন দিনের রিমান্ড মঞ্চুর করেন।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে শুক্রবার রবিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
১৬ মার্চ রাজধানীর সেন্ট্রাল রোডে ১৩ ওয়েস্টয়েন্ড নামের একটি আবাসিক ভবনের সামনে ছুরিকাঘাতে নিহত হন ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা। ওই ঘটনায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন ২৩ মার্চ রাতে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।
জেএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ খালেদার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
- ২ অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ১৪ জানুয়ারি
- ৩ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
- ৪ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
- ৫ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি