আশকোনায় র্যাব ক্যাম্পে হামলা : প্রতিবেদন ২৫ এপ্রিল
রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র্যাবের এসআই রাশেদুজ্জামান। মামলায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্প সংলগ্ন অস্থায়ী র্যাব ক্যাম্পে এক যুবক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন।
আশকোনায় হজক্যাম্প সংলগ্ন এলাকায় র্যাবের প্রস্তাবিত সদর দফতর নির্মাণাধীন। সেখানে ওই যুবক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকজন র্যাব সদস্য ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
জেএ/বিএ/জেআইএম