বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে ফের দুই সপ্তাহ সময়
বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে ফের দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসক) সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য দুই সপ্তাহ চাইলে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের বেঞ্চ আজকের দিন (১৪ মার্চ) পর্যন্ত সময় মঞ্জুর করেন।
গত ১২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করার জন্য বারবার সময় আবেদনের কারণ সরকারপক্ষকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেন আদালত। সে মোতাবেক নির্ধারিত দিনে সময় ক্ষেপণের লিখিত ব্যাখ্যায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আদালতকে জানান, রাষ্ট্রপতির কাছে শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার একটি খসড়ার কপি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। এটা গেজেট আকারে প্রকাশ করার জন্য সময় দরকার।
তারপর আদালত বলেন, আশা করি ২৭ ফেব্রুয়ারির মধ্যে সরকার বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করবে। গত ৫ ফেব্রুয়ারি বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেন সরকার।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
এফএইচ/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান