বিচারকের নাম-পদবি জালিয়াতির অভিযোগে আইনজীবী গ্রেফতার
ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামানের নাম ও পদবি ব্যবহার করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করতে আসেন আইনজীবী মঈন আহম্মেদ সৌরভ। এ সময় বিচারক কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন। কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখেন। বিচারক তার বিরুদ্ধে এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, বিচারকের নাম ও পদবি ব্যবহার করতেন আইনজীবী সৌরভ। বিচারকের খবরের ভিত্তিতে আমরা আদালত থেকে তাকে গ্রেফতার করি।
তিনি আরও বলেন, বিচারক তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
জেএ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান